• Youtube
  • google+
  • twitter
  • facebook

মঠবাড়িয়ায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে হট্টোগোল

বরিশাল টাইমস রিপোর্ট৮:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৬

মঠবাড়িয়া: উৎসব মুখর পরিবেশে মঠবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ইউপি নির্বাচনের মতো স্টুডেন্ট কেবিনেট নির্বাচনেও ছোটখাট অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সূর্যমনি হাসানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আঃ আজিজ জানান, তার মাদ্রাসায় ভোট গননা শেষে ফলাফল ঘোষণার সময় প্রভাবশালী জনৈক নেতা বিজয়ী প্রার্থীর নাম বাতিল করে পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবী করলে হট্টগোলের সৃষ্টি হয়।

 

এসময় প্রধান নির্বাচন কমিশনার তানজিলা আক্তার বাধ্য হয়ে ফলাফল স্থগিত করে। এখবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আন্দোলনের মুখে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করতে বাধ্য হয়। এ ব্যাপারে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানান, এভাবে নির্বাচনে ছোট ছোট শিক্ষার্থীদের অনিয়ম শিখালে জাতির কাছ থেকে তারা কি শিখবে?

 
এদিকে শিক্ষা অফিস সূত্র জানায়, ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

 
নির্বাচনে স্থানীয় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার আইরিন আক্তার জানান, বিজয়ী প্রার্থীরা হলেন, মোসাঃ তাইয়েবা (১০ম শ্রেণী), জাকিয়া আক্তার (১০ম শ্রেণী), ), ইতি আক্তার (৯ম শ্রেণী), রেশমা আক্তার (৮ম শ্রেণী), সাদিয়া জাহান (৭ম শ্রেণী), আফিয়া হক(৭ম শ্রেণী), (৬ষ্ঠ শ্রেণী) মেহের আফরিন, জুলেখা আক্তার(৬ষ্ঠ শ্রেণী) ।

 
অন্যদিকে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার হোসেন আলী খান জানান, বিজয়ী প্রার্থীরা হলেন, মোঃ ফেরদৌস (১০ম শ্রেণী), শফিকুল ইসলাম (৯ম শ্রেণী), মোঃ রাজু (৯ম শ্রেণী), মোঃ মঞ্জু (৮ম শ্রেণী), হাসিবুল রাজীব (৭ম শ্রেণী), মোঃ মুসা (৭ম শ্রেণী), মারিয়া আক্তার তমা (৬ষ্ঠ শ্রেণী), মোঃ সাকিব (৬ষ্ঠ শ্রেণী)। উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানান, স্টুডেন্ট কেবিনেট নির্বাচন থেকে গণতন্ত্র রক্ষায় বড়দের অনেক শেখার আছে।

লাইভ

টপ