• Youtube
  • google+
  • twitter
  • facebook

মঠবাড়িয়ায় ধরা পড়লো দুটি বিরল প্রজাতির মেছো বাঘ

বরিশাল টাইমস রিপোর্ট১০:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুটি বিরল প্রজাতির মেছো বাঘ ধরা পড়েছে। উপজেলার বাদুরা গ্রামে মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাতে মাহবুব হাওলাদারের পাতা ফাঁদে মেছো বাঘ দুটি আটকা পড়ে। বাঘ দুটি দেখতে বুধবার (০৬ ডিসেম্বর) বাদুরা বাজারে উৎসুখ মানুষের ভিড় জমে।

স্থানীয় বাসিন্দা বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শরীফ বরিশালটাইমসকে জানান, বেশ কিছু দিন ধরে এলাকায় মাংসখেকো খাটাশ রাতের বেলায় গৃহপালিত হাঁস-মুরগি খেয়ে আসছিল।

খাটাশ ধরার জন্য ওই গ্রামের সৈয়দ হাওলাদারের ছেলে শারীরিক প্রতিবন্ধী মাহবুব ফাঁদ পাতে। মঙ্গলবার রাতে ফাঁদে একসঙ্গে দুটি দাস বাঘ ধরা পড়ে।

তবে স্থানীয় লোকজন একটি বাঘ পিটিয়ে মেরে ফেলে বলে জানান তিনি।’লাইভটপ