• Youtube
  • google+
  • twitter
  • facebook

ভোলার উপকূলে আতঙ্ক, ৪ নম্বর সতর্ক সংকেত

বরিশাল টাইমস রিপোর্ট৯:০৪ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

ভোলা: ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে ভোলার উপকূলীয় এলাকায় ৪ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়েছে উপকূলীয় দ্বীপ চরের বাসিন্দাদের।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল থেকেই ভোলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ২৪ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, ঝড়ো আবহাওয়ায় জোয়ারের কারণে ভোলা ছোট ছোট দ্বীপ চরের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ।

ভোলা আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নদী বন্দরকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে।

ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলার সব রুটের ছোট ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও উপকূলবর্তী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। রাতেই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা ডাকা হয়েছে।

এদিকে, দুপুরের পর থেকে জেলায় নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নির্মাঞ্চল।

সদরের মদনপুরের বাসিন্দা লুৎফর পাটোয়ারী জানান, জোয়ারের পানি অত্যাধিক বেড়ে চরের কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে। সেখানকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।

লাইভ

টপ