• Youtube
  • google+
  • twitter
  • facebook

“বৈশাখি হাওয়া”| মো. আবুল কালাম আজাদ

বরিশাল টাইমস রিপোর্ট২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৬

বৈশাখের মাতাল হাওয়া লাগল বুঝি গায়
গ্রামের নবান্নের উৎসব এসে পড়েছে ভাই।
পুরানো স্মৃতি ভেসে ওঠে স্বপ্নের মত আজ
ভাবি সেটা গল্পকথা সবই বর্তমান
অতীত ছিল স্মৃতি হয়ে বর্তমানে আজই
সময়ের তারতম্যতায় বদলে গেছে সবই।
মা বাবার আদর যত্ন মনকে করে উদার
মামা বাড়ি ঘুরতে যাওয়া আমার বড় নেশার।
পিছনের স্মৃতিগুলি আজো চোখের সামনে ভাসে
প্রিয়জনের হাতটা ধরে কারনা হাটতে ভালো লাগে
বন্ধুবান্ধবের প্রীতি আবার সাগরের মত বিশাল।
নতুন ধানের পিঠার উৎসব আসল বুঝি গাঁয়
গ্রামে আমার যেতে বড়ই মনে চায়।

লাইভ

টপ