• Youtube
  • google+
  • twitter
  • facebook

বাউফলে পুলিশ গুলিবিদ্ধ, আহত ১০

বরিশাল টাইমস রিপোর্ট৮:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৬

বাউফল: বাউফলের নওমালা ইউনিয়নের নগরেরহাট এলাকায় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত পুলিশ সদস্যর নাম মাহবুব উদ্দিন। একই সময় ইট-পাটকেল এর আঘাতে ফয়সাল, হাসানুজ্জামান, খলিলুর রহমান ও খাইরুল ইসলাম নামের আরও ৪জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবদুল মালেক এর বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে শনিবার বিকালে নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় বাউফল-পটুয়াখালী সড়কে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে নৌকা মার্কার সমর্থকরা।

 

এসময় বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে ওই মানববন্ধন লক্ষ্য করে ঘোড়া মার্কার সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করলে উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষের মাঝে অবস্থান নেয়। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে ঘোড়া মার্কার সমর্থকরা।

 

একটি গুলি পুলিশ সদস্য মাহবুব উদ্দিনের শরীরে বিদ্ধ হয়। ঘোড়া মার্কার সমর্থকদের মুহুর্মুহু ইটপাটকেল এর আঘাতে অন্য ৪জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পর নৌকা মার্কার সমর্থকরা পাল্টা আক্রমনের প্রস্ততি নিলে পুলিশ সেখানে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে নৌকা মার্কার প্রায় ১০জন কর্মী সমর্থক আহত হয়েছেন। এদিকে শনিবার সকালে ধুলিয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নে পৃথক সংর্ঘষের ঘটনায় ১০জন আহত হয়েছেন।

লাইভ

টপ