• Youtube
  • google+
  • twitter
  • facebook

বরিশালে পুলিশের বাঁধায় বিএনপির বিক্ষোভ পণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট১২:১১ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল বের হতে দেয়নি পুলিশ। মহানগর বিএনপির উদ্যোগে সোমবার (১৯ জুন) বেলা ১২টায় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এরপর নগরীতে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।

দেশব্যাপী বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার।

এসময় বক্তব্য রাখেন- বরিশাল মহানগর সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া এবং সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।

এদিকে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এখানে জেলা দক্ষিণ বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ।

এসময় বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আকন বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুর রহমান পিন্টু প্রমুখ।”লাইভটপ