• Youtube
  • google+
  • twitter
  • facebook

বরিশালে পাশের হার ৭৯.৪১, এগিয়ে মেয়েরা

বরিশাল টাইমস রিপোর্ট১:১৬ অপরাহ্ণ, মে ১১, ২০১৬

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশের হার ৭৯ দশমিক ৪১। গেল বছরের তুলনায় ৪ দশমিক ৯৬ ভাগ কমেছে পাশের হার। জিপিএ ফাইভ পেয়েছে ৩ হাজার ১১৩ শিলক্ষার্থী। গড় পাশের হারে এবং জিপিএ ফাইভের  বেলায় এবারও ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে। আর জেলা ভিত্তিক পাশের হারে ৮৩ দশমিক শূণ্য ৩ ভাগ পাশ করে ভোলা জেলা এগিয়ে।

গণিতে সৃজনশীল বিষয়ে পরীক্ষার্থীরা ভালো করতে পারেনি বলে ফলাফলে বিরূপ প্রভাব হলে শিক্ষার গুনগত মান বেড়েছে বলে  জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক মু. শাহ আলমগীর।’

শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে বুধবার দুপুর ১১ টায় সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন  পরীক্ষা নিয়ন্ত্রক। এখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবারে ১ হাজার ৩৯০ টি স্কুল থেকে ৮১ হাজার ৭২৮ পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ৪০ হাজার ৪৯৬ ছাত্রী এবং ৪১ হাজার ৪৭২ জন ছাত্র। জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ৬০৯ জন ছাত্রী এবং ১ হাজার ৫০৪ জন ছাত্র।

গড় পাশের বেলায় ৮০ দশমিক শূণ্য ৮ ভাগ ভাগ পাশ করেছে ছাত্রী এবং ছাত্রদের বেলায় এই হার ৭৮ দশমিক ৭৫। জেলা ভিত্তিক পাশের হারে ভোলা জেলা ৮৩ দশমিক শূণ্য ৩ ভাগ পাশ করে প্রথম অবস্থানে রয়েছে।’

দ্বিতীয় অবস্থানে ৮২ দশমিক ৯০ ভাগ পাশ করে পিরোজপুর জেলা, ৮১ দশমিক ২২ ভাগ পাশ করে ঝালকাঠী জেলা তৃতীয়, চতুর্থ হয়েছে পটুয়াখালী জেলা ৮০ দশমিক ৩২ ভাগ পাশ করে। ৭৭ দশমিক ৯৫ ভাগ পাশ করে বরিশাল জেলার অবস্থান পঞ্চম এবং সর্বশেষ ষষ্ঠ অবস্থানে ৭২ দশমিক শূণ্য ২ ভাগ পাশ করে বরগুনা জেলার অবস্থান।’

বিগত তিন বছরের তুলনায় এবছর ফলাফল কমে আসার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, গণিতের সৃজনশীল বিষয়ে ফল খারাপ হয়েছে। এর নেপথ্যের কারণে জানান, এখনো অনেক স্কুলের শিক্ষকরা গণিতের সৃজনশীল বিষয়ে প্রশিক্ষণ পাননি।

এছাড়াও গণিত ও পদার্থ বিদ্যার সৃজনশীলে পরীক্ষার্থীদের রাফ করার জন্য অনুরোধ জানালেও তা করা হয়নি বলে এমনটা ফল হয়েছে।’

এজন্য এখনই ভাববার উপযুক্ত সময় কোন কোন বিষয়ে সৃজনশীল পদ্ধতি রাখা উচিত। তবে এবারের ফলে পাশের হার কম হলেও লেখাপড়ার গুনগণ মান বৃদ্ধি পেয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।লাইভটপ