• Youtube
  • google+
  • twitter
  • facebook

বরিশালে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট৫:২৩ অপরাহ্ণ, জুন ২০, ২০১৭

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বেলা ২টার দিকে ওই ইউনিয়নের উত্তর রাজারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- উত্তর রাজারচরর ফকির বাড়ি এলাকার বাসিন্দা আব্দুল বাতেন মিয়ার মেয়ে হাফিজা (৮) ও তার ছোট বোন হাফসা (৬) এবং একই এলাকার মোজাম্মেল হুজুরের মেয়ে উর্মি (৭)।

ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. ছিদ্দিকুর রহমান দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন- ওই তিন শিশু এক সাঙ্গে খেলা করছিলো। খেলার ছলে বেলা দুইটার দিকে বাড়ির সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত সেবক মো. আবু জাফর সাংবাদিকদের জানান, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন তাদের স্বজনরা। পরে ডা. আব্দুল্লাহ আল মামুন তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করলে স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।”লাইভটপ