• Youtube
  • google+
  • twitter
  • facebook

বরিশালে ট্রাকভর্তি চিংড়ি পোনাসহ আটক ৩৭

বরিশাল টাইমস রিপোর্ট১২:০২ অপরাহ্ণ, মে ৫, ২০১৬

বরিশাল: বরিশাল নগরী থেকে দুইটি ট্রাকভর্তি ১০লাখ গলদা চিংড়ি রেনুসহ ৩৭জনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোররাতে তাদের নগরীর সিএন্ডবি সড়ক থেকে আটক করা হয়।  পরবর্তীতে আটক ৩৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে তুলে তাদের মধ্যে ৩৩ জনকে ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জব্দ চিংড়ি পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বরিশাল মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ভোলা ও পটুয়াখালী থেকে চিংড়ির পোনা দুটি ট্রাকযোগে বাগেরহাটে পাচার করা হচ্ছিল।  খবর পেয়ে র‌্যাব সিএন্ডবি সড়কে অভিযান চালিয়ে দুটি ট্রাকভর্তি চিংড়ি রেনু আটক করে। এসময় বহন কাজে নিয়োজিত ৩৭ জনকে আটক করা হয়।

আটককৃতদের জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি  ট্রাকের চালক ও হেলাপার ৪ জন ব্যতীত ৩৩ জনকে চিড়িং পোনা বহনের দায়ে প্রত্যেককে ৩ হাজার টাকা করে ৯৯ হাজার টাকা জরিমানা করেন।’লাইভটপ