• Youtube
  • google+
  • twitter
  • facebook

বরিশালে ঝড়োবৃষ্টির আশঙ্কা

বরিশাল টাইমস রিপোর্ট৫:৩৬ অপরাহ্ণ, মে ১৮, ২০১৭

বরিশাল বিভাগীয় শহরসহ বেশ কয়েকটি জেলার বিভিন্ন স্থানে অস্থায়ী ঝড়ো হাওয়া বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়- লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া বরিশালে বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

লাইভ

টপ