• Youtube
  • google+
  • twitter
  • facebook

বরিশালে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

বরিশাল টাইমস রিপোর্ট২:৫৬ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

বরিশাল: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালে নদীগুলোতে ছোট লঞ্চগুলো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বরিশাল আবহাওয়া অধিদপ্তরের দেখানো ২ নম্বর সতর্ক সংকেতের প্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বরিশাল নৌ-বন্দর কর্তৃপক্ষ।

বরিশাল বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, ৬৫ ফুটের চেয়ে ছোট লঞ্চগুলো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ লঞ্চগুলোতে যাত্রী পরিবহন বন্ধ থাকবে।’

বরিশাল আবহাওয়া সহকারি নজরুল ইসলাম জানিয়েছেন, মৌসুমী প্রভাবের কারণে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে এখনও চলছে। বেলা ১২টার পর্যবেক্ষণে  বরিশালে ৬মিলিমিটিার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যে কারণে অভ্যন্তরীণ নৌ-রুটে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।’লাইভটপ