• Youtube
  • google+
  • twitter
  • facebook

বরিশালে চাঁদাবাজির অভিযোগে ওসি ও এসআই’র বিরুদ্ধে মামলা

বরিশাল টাইমস রিপোর্ট৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭

বরিশালের কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। রোববার (১৬ জুলাই) বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা করেন মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব রতনপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় চন্দ্র শীল।

সংশ্লিষ্ট আদালতের বিচারক মামলায় আনা অভিযোগের বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, ওসি মো. মাসুম তালুকদার এবং এসআই মো. আলী আজিম।

আদালত সূত্রে জানা গেছে, মামলা নিতে ওসি মাসুম তালুকদার ও এসআই আলী আজিম ৬০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। উৎকোচ না দেওয়ায় প্রত্যেকটি মামলায় বাদীকে প্রধান অভিযুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়।’

লাইভ

টপ