• Youtube
  • google+
  • twitter
  • facebook

বরিশালে খাল রক্ষার দাবীতে মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট৬:১৩ অপরাহ্ণ, মে ৬, ২০১৬

বরিশাল নগরীর ঐতিহ্যবাহি জেলা খাল রক্ষার দাবীতে মানববন্ধন করেছে নদী-খাল বাঁচাও আন্দোলন কমিটি। আজ সকালে নগরীর নাজিরমহল্লা ও নাজিরের পোল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নদী-খাল বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক এনায়েত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম খোকন, জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বরিশাল নগরীর জেলা খাল সহ দখলকৃত খালগুলোকে ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা করার দাবী জানায়।

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানকে আরো বেগবান করে প্রভাবশালীদের দখল থেকে খালগুলো রক্ষা করে খননের মাধ্যমে তা সচল করার দাবী জানান তারা।লাইভটপ