• Youtube
  • google+
  • twitter
  • facebook

পটুয়াখালিতে সুন্দরবন লঞ্চ ৭ ঘণ্টা চড়ায়

বরিশাল টাইমস রিপোর্ট৬:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৬

পটুয়াখালী: পটুয়াখালীতে একটি লঞ্চ ঝড়ের কবলে পড়ে দীর্ঘ সাত ঘণ্টা চরে আটকে থাকার পর পুনরায় চলাচল স্বাভাবিক হয়েছে। পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা লঞ্চ এমভি সুন্দরবন-৯ বৃহস্পতিবার রাত ২টার দিকে চরে আটকা পড়ে।

সুন্দরবন লঞ্চের মাস্টার শাহজাহান জানান, চাঁদপুর পার হওয়ার পর ঝড়ের কবলে পড়ে মেঘনার উত্তাল ঢেউয়ের কারণে চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর চরে উঠে যায় লঞ্চটি।

 

পরে শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে সুন্দরবন-১১ লঞ্চটি এসে মোহনপুরের চরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।লাইভটপ