• Youtube
  • google+
  • twitter
  • facebook

ঝালকাঠিতে বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত

ঝালকাঠি টাইমস রিপোর্ট১:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৭

‘কন্যাশিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন’স্লোগানে ঝালকাঠিতে পালিত হয়েছে বাল্যবিবাহ নিরোধ দিবস। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে র‌্যালিটি একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দিবসটির আলোচনা সভা।

ব্র্যাকের জেলা ব্যবস্থাপক আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সায়েদুজ্জামান। সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা নাসরিন আক্তার, নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, উন্নয়নকর্মী মিজানুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেয়।

ঝালকাঠি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ব্র্যাক যৌথ ভাবে দিবসটি উদযাপনে এ আয়োজন করে।

লাইভ

টপ