পটুয়াখালীর কলাপাড়ায় শাশুড়ির সাথে কথা কাটাকাটিকে কেন্দ্র করে মেয়ে জামাইয়ের বসত বাড়ীর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় কোপের আঘাতে মেয়ে জামাই সাগর খান (২২) গুরতর জখম হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত সাড়ে ১১ দিকে পৌর শহরের নাচনা পাড়া এলাকায়।
আহত সাগরের বাবা বাদল খান ও প্রতক্ষ্যদর্শীরা জানান, সাগরের সাথে তার শাশুড়ী বাসার সামনে দাড়িয়ে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত শাশুড়ি জয়নবের নেতৃত্বে মেয়ে জামাই সাগরে ওপর হামলা চালায়। সাগর নিজেকে রক্ষার জন্য তার বসত ঘরের দোতালায় ওঠে আত্মরক্ষার চেষ্টা করেন।
হামলাকারীরা বাসায় প্রবেশ করে ব্যাপক ভাংচুরসহ সাগরকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
ওই রাতেই তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। পুলিশ খবর পেয়ে ওই রাতে ঘটনাস্থ পরিদর্শন করেছে।’
এ ব্যাপরে কলাপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত সাগরের বাবা বাদল খান জানিয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।”