• Youtube
  • google+
  • twitter
  • facebook

কলাপাড়ায় দুটি দোকান পুড়ে ক্ষতি ১০ লাখ

বরিশাল টাইমস রিপোর্ট১২:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৭

কুয়াকাটার আলীপুর বন্দরে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে হেমায়েত ইলেক্ট্রনিক্স নামের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় পাশের একটি ফলের দোকানসহ দু’টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন আতঙ্কে মালামাল স্থানান্তর করতে গিয়ে পার্শ্ববর্তী ৬ থেকে ৭টি দোকানও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা তাৎক্ষণিক কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে অন্তত এক ঘন্টা পরে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছায়।

লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছারউদ্দিন মোল্লা বরিশালটাইমসকে বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা না গেলেও অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. রেজাউল করিম দুর্ঘটনাস্থলে বিলম্বে আসার কথা অস্বীকার করে বরিশালটাইমসকে বলেন, আমরা খবর পওয়ার ২৫ মিনিটের মধ্যে পৌঁছেছি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তিনি ধারণা করছেন।লাইভটপ