• Youtube
  • google+
  • twitter
  • facebook

আগামী ২৪ মার্চ বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ, আজ সন্ধ্যায় প্রস্তুতি সভা

বরিশাল টাইমস রিপোর্ট১১:২১ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৮

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৪ মার্চ বরিশালে বিভাগীয় সমাবেশ করতে চাইছে বিএনপি। ওই সমাবেশে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় আরও নেতাকর্মীও আসবেন।

এই উপলক্ষে আজ সোমবার (১২ মার্চ) সন্ধ্যায় বরিশাল বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভা আহবান করেছে মহানগর বিএনপি। ওই সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. জিয়াউদ্দিন সিকদার বরিশালটাইমসকে জানিয়েছেন- এই সমাবেশ শুধু মাত্র দলীয় নেত্রীর মুক্তির ও নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে। এতে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার সভাপতিত্ব করবেন।

ওই সমাবেশ সফল করতে আজ সোমবার সন্ধ্যায় প্রস্তুতি সভার আগে সিটি কর্পোরেশনের সম্মুখে সড়কে ভেন্যু চেয়ে পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হবে।’’লাইভটপ